শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকির পিন্টুকে শোকজ

গেজেট ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকির পিন্টুকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাকে শোকজ করা হয়।

কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন