সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা

গেজেট ডেস্ক 

দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এছাড়া রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন। তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ।

এর আগে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন