মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন

গেজেট ডেস্ক

রাজধানীতে গণঅধিকার পরিষদের (নুরুল হক নুর) কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ দলটির।

মঙ্গলবার বিকালে পুরানা পল্টনে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবিতে’ এই কালো পতাকা মিছিল বের করে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদ পুরানা পল্টনে মিছিল বের করলে পুলিশ তাদেরকে ধাওয়া দেন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বেশ কয়েক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করেন। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের নুসরাত কেয়াসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন