মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রওশন এরশাদ বহিরাগত : চুন্নু

গে‌জেট ডেস্ক

জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মুজিবুল হক চুন্নু।

এ সময় তিনি বলেন, যিনি অব্যাহতি দিয়েছেন তিনি দলের কেউ নন। বহিরাগতদের কথা আমাদের কানে যায়নি। রওশন এরশাদকে সম্মান জানিয়ে অলংকার পদ দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়।

দলীয় কাউন্সিল ও কার্যালয়ের বিষয়ে প্রশ্ন করলে চুন্নু বলেন, এখানে বহিরাগতরা মূর্খ তাই গঠনতন্ত্র না জেনে এমন করেছে। আর তাদের কাউন্সিল বা কার্যালয়ের বিষয়ে তাদের অধিকার নেই।

আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিক্রিয়া জানান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন