Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী আংশিক, সংসদীয় আসন-২১৬)আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ-এর নেতৃত্বে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় শেখ ফজলুল করিম সেলিমের ছোট ছেলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র শেখ রকিব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক শিকদার আবু সিদ্দিক, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেন, সাদারন সম্পাদক জাহাঙ্গির আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, জেলা যুবলীগের ষাধারন সম্পাদক এমবি সাইফ বি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ২ আসন থেকে এ পর্যন্ত ৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও এখন পর‍্যন্ত একমাত্র শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র জমা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন