Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জোটগতভাবেই নির্বাচন করবে ১৪ দল : তথ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, পূর্ব সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট থাকবে। ১৪ দলের মধ্যে জোটগতভাবেই নির্বাচন হবে। তবে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি পরে সমন্বয় করে করা হবে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রতি নির্বাচনেই অনেক সংসদ সদস্য বাদ পড়ে থাকেন। এ বছর জনপ্রিয়তা বিবেচনায় নিয়েই মনোনয়ন দেয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকেই বাদ পড়েছেন। সেখানে কে মন্ত্রী, কে সিনিয়র নেতা, সেটি মুখ্য নয়।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। তৃণমূল বিএনপির নেতৃত্বে অনেক বিএনপি নেতা অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটবে আগামী নির্বাচনে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন