বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

হরতালের সমর্থনে নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

গেজেট ডেস্ক 

নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে নগরীতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ নভেম্বর) মিছিলটি বেনি বাবুর রোড থেকে শুরু হয়ে শামসুর রহমান রোডে গিয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাঈদ হাসান লাভলু, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহ সভাপতি আহসান হাবীব বাবু, সাংগঠনিক সম্পাদক মুন্তাসির আল মামুন, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক হেলাল ফরাজি, সোনাডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শওকত আলী বিশ্বাস লাবু, ইসলাম খলিফা, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামরুল ইসলাম, কামরুজ্জামান রনি, মোতালেব শেখ, ইয়াসির শেখ, তৈয়েবুর রহমান তপু, সাইফুর রহমান, নাদিম আসফাক, সুমন, আলি আকবর, শাহ আলম ও শুভ কুমার দাস প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন