বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আলতাফ কারাগারে, রিমা‌ন্ডে শাহজাহান ও প্রিন্স

গেজেট ডেস্ক

নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের ৪ দিনের এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারা পাঠিয়েছে আদালত।

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। আজ রোববার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতের প্রিন্সকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এর মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা –ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শেখ সাদী।

বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম রোববার এ আদেশ দেন। ওমরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন