বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সমাবেশস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

গেজেট ডেস্ক

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতিমধ্যে ব্যানার-ফেস্টুন হাতে একের পর এক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তবে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে নেতাকর্মীদের।

বুধবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই শান্তি সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া দলটির আরও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন। এদিকে সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন