শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুলনা ও সাতক্ষীরায় ৩ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনা ও সাতক্ষীরায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন জনকে ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণ, ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন, ডিজেল পরিমাপে কম দেওয়া এবং অনুমোদন বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে মধু উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এ অর্থদন্ড প্রদান করা হয়।

রাতে র‌্যাব-৬ খুলনার পক্ষ থেকে জানানো হয়, খুলনার একটি আভিযানিক দল এবং আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা, ফিল্ড অফিসার, ইন্সেপেক্টর বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভিাগীয় কার্যালযয়ের সহযোগীতায় খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে সরকারী ভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করার অপরাধে সাতক্ষীরার তলার তসরী এলাকার সম্ভু সাধুকে(২৪) ২০ হাজার টাকা, ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন, ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে চুকনগরের ভিআইপি নামীয় ফিলিং স্টেশনের জাকির হোসেনকে (৫২) ৪০ হাজার টাকা এবং অনুমোদন বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মধু উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সাতক্ষীরার আশাশুনি কুল্যা এলাকার আইয়ুব আলী গাজীকে (৬০) ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন