শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ফেসবুকে ছড়িয়ে পড়া সাতক্ষীরা জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের সাবেক ডাকবাংলা মোড় এলাকায় অবস্থিত “জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা” ভিডিওসহ এমন একটি খবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, সম্প্রতি, কিছু ছবি ফেসবুকে “সাতক্ষীরায় জুলাই স্মৃতি স্তম্ভতে পেট্রোল ছিটিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা ” এমন একটি খবর ছড়িয়েছে, কিন্তু এই খবরটি সত্য নয়। অনুগ্রহ করে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্যের উপর বিশ্বাস করবেন না।

প্রসঙ্গত, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তার হাতে থাকা বোতল থেকে সাতক্ষীরা জুলাই স্মৃতিস্তম্ভ পেট্রোল ছিটিয়ে দিচ্ছেন। স্মৃতি স্তম্ভের চারিদিক দিয়ে ঘুরে ঘুরে পেট্রোল ছিটানোর পরে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে।

সরেজমিনে বুধবার (১২ নভেম্বর) সকালে সাতক্ষীরা জুলাই স্মৃতিস্তম্ভ এর কাছে গিয়ে দেখা গেছে সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আগের মতই রয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “সাতক্ষীরা জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা” এমন একটি ভিডিও কেউ বা কারা ফেসবুকে পোস্ট করেছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যে খবরটি কারা ছড়িয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি ফেসবুকের এই ঘটনা বা গুজব থেকে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন