Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

সোমবার( ৫ জুলাই) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবীর লিলি, পৌর আওয়ামী  লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাসসহ জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা থেকে প্রাপ্ত ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ৮টি অক্সিজেন সিলিন্ডার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের নিকট থেকে ১টি ও এবিএম আব্দুল আলীর নিকট থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এছাড়া পূর্বে ৭ টি সিলিন্ডার ছিল। ফলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মোট ১৭ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীর সেবা দিতে পারবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন