Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে করোনা শনাক্তের হার ৭১.৪২

নড়াইল প্রতিনিধি

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫৬ টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭১.৪২%। মঙ্গলবার ২৯ জুন শনাক্তের হার ছিলো ৮২.২৫%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২৪ জন ও কালিয়া উপজেলায় ১৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২৬৬৮ জনের, সুস্থ হয়েছে ২০৫৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৪ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ২২ জনসহ মোট ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে নড়াইলে (২৮ জুন থেকে ৩০ জুন) ৩য় দিনের লকডাউনের শেষদিন আজ। ২৭ জুন রাতে ৩ দিনের লকডাউনের ঘোষণা দিয়ে এক প্রজ্ঞাপন জারী করে জেলা প্রশাসন। উল্লেখ্য এর আগে (১২-১৯) জুন পর্যন্ত নড়াইল পৌরসভা ও ৩ টি ইউনিয়নে এক সপ্তাহ ও ১৯ জুন সমগ্র নড়াইল জেলায় ৭ দিন লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসিনতা দেখা গেছে। বিভিন্ন অজুহাতে মানুষ ঘর থেকে বের হয়েছে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছে না। বাজারে অতিরিক্ত ভীড় দেখা গেছে। লক ডাউন এলাকায় সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাচা বাজার খোলা ছাড়া সকল প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, সকল প্রকার যানবাহন, আন্তঃজেলা ও দুরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে চিকিৎসাসেবা, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ব্যাংকিংসহ জরুরি পরিসেবা লকডাউনমুক্ত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন