Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ৩৮ জন করোনা পজেটিভ, শনাক্তের হার ৪৮.৭১%

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ৪৮.৭১%।

এছাড়া নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টারদিকে পৌরসভার রঘুনাথপুর এলাকার মোঃ মইনুদ্দিন (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২২ জন এবং লোহাগড়া উপজেলায় ১১ জন এবং কালিয়া উপজেলায় ৫ জন।

করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় নড়াইল পৌরসভা ও নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন, সিংঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকায় ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমান আদালত গত ২৪ ঘন্টায় ২২ মামলায় ২২ জন অভিযুক্তকে ১২ হাজার ৭০০শ টাকা জরিমানা করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২১৬০ জনের, নতুন ১ জনের মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৯ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন