Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে করোনা শনাক্তের হার ২৫ শতাংশ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমনের হার ২৫%। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ৮ জন এবং লোহাগড়া উপজেলায় ৩ জন এবং কালিয়া উপজেলায় ৫ জন।

করোনা সংক্রমন উর্ধগতি থাকায় নড়াইল পৌরসভা ও নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন, সিংঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকায় ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এবং নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা, আলাদাতপুর ও মহিষখোলা এলাকা এবং কলোড়া ইউনিয়নের গোবরা বাজারের পুরো এলাকা ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমান আদালত গত ২৪ ঘন্টায় ১২ মামলায় ১২ জন অভিযুক্তকে ২২ হাজার ৯০০শ টাকা জরিমানা করে এবং জেলা পুলিশের বিভিন্ন টিম চেকপোষ্ট বসিয়ে কাজ করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২১২২ জনের, নতুন কোন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা রয়েছে ২৮ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন