Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় নিজ বাড়িতে সালেহা বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) রাতের উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে রাত ১ টারদিকে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। নিহত সালেহা বেগমের স্বামীর নাম নুর মোহাম্মদ খন্দকার।

পরিবারের সদস্যদের কাছথেকে জানাগেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে তিনি খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন, তিনি নিয়মিত বারান্দায় ঘুমোতেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

উল্লেখ্য ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর একই গ্রামের প্রতিপক্ষ আকসির মোল্লার গ্রুপের হাতে সালেহা বেগমের ছেলে আরিফ খন্দকার নিহত হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন