Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সাংবাদিকদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

দৈনিক প্রথম আলো প্রত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নড়াইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সামনে নড়াইল যশোর সড়কে ঘন্টব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদ জানিয়ে এবং তার নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারিদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলু, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মারুফ সামদানি, দি ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি মলয় কান্তি নন্দী, কালের কন্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কার্তিক দাস, সাংবাদিক শিমুল হাসান প্রমুখ।

মানববন্ধনে নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং হেনস্তাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এর আগে সকাল ১০ টায় নড়াইল প্রথম আলো বন্ধু সভার আয়োজনে নড়াইল চৌরাস্তায় একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন