রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে অর্থ সহায়তা প্রদান

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের অওতায় পুনর্বাসিতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ৩০৫ জন পুর্নবাসিত ভিক্ষুকদের মাঝে এই সহায়তা দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এই অর্থ প্রদান করা হয়। করোনা সতর্কতা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে নগদ ৩ হাজার ৭০ টাকা করে দেয়া হয়।

জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আয়োজনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহি অফিসার সালমা সেলিম, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রতন কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন