নড়াইলে করোনাকালীন কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মে) বেলা ১২ টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া ১০০ জন বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিককে খাদ্য সামগ্রী দেয়া হয়। করোনা সতর্কতা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি করে ডাল দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার শ্রমিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহি অফিসার সালমা সেলিম, নড়াইল জেলা বাস,মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শ্রমিকেরা প্রধানমন্ত্রীর এই সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
খুলনা গেজেট/ এস আই

