Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে লকডাউনে চলছে সচেতনতামূলক প্রচারণা

নড়াইল প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দূর পাল্লার ও জেলা শহরের অভ্যন্তরীন সকল রুটে বড় যানচলাচল বন্ধসহ ইজিবাইক, ইজিভ্যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপুর্ণ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোষ্ট বসিয়ে যারা জরুরী প্রয়োজনে রাস্তায় বের হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যানবাহন চলাচল, অফিস আদালত, দোকানপাট বন্ধ থাকায় শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। তবে কাচাবাজারে কেনাবেচা চলছে, তবে ক্রেতার উপস্থিতি অনেকটা কম। গতকাল বুধবার ২৪ ঘন্টায় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে ১৮ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শহরের গুরুত্বপুর্ণ এলাকায় নড়াইল প্রেসক্লাব ও রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সহ সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাংবাদিক এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, এম মুনির চৌধুরী, আব্দুস ছাত্তার, সুজয় বকসী, মুন্সী আসাদুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় রুপগঞ্জ বাজার এলাকায় এক হাজার মাস্ক, ১ শ হ্যান্ড গ্লোভস বিতরন করা হয়। প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানানো হয়।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন