Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পারিবারিক দ্বন্দ্বে পুলিশের এসআই নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই পুলিশের এসআই সালাউদ্দিন মিয়া (৩৫) নিহত হন।

নিহত সালাউদ্দিন মাগুরা জেলায় পুলিশের এস আই পদে কর্মরত ছিলেন। তিনি শেখপাড়া বাতাসি গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো বড়ভাই সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে পারিবারিক ভাবে সালিস হয়েও দ্বন্দ্ব মেটেনি। সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন।

সালাউদ্দিনের সঙ্গে আজ সোমবার দুপুরে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে বড়ভাই সালাউদ্দিনকে আঘাত করেন ছোটভাই জসিমউদ্দিন। লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে দুপুর তিনটার দিকে সেখানের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যের দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। ঘটনার পর থেকে ছোট ভাই জসিমউদ্দিন পালতক। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন