Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাই

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার পৌরসভা সংলগ্ন ধোপাখোলা এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নিজবাড়ীর সামনে ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা দোকানের ক্যাশবাক্সে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ মুজিবর রহমান বলেন, বিকেলে চার/পাঁচ জন মুখোশধারী লোক মোটরসাইকেলে এসে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে পিস্তল দিয়ে পায়ে গুলি করে আমার দোকানে থাকা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

নড়াইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে তিনি বলেন , পুলিশ তৎপর রয়েছে, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন