Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল পুলিশের হতদরিদ্র শিশুদের উন্নত মানের খাবার পরিবেশন

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও একশ’ হতদরিদ্র শিশুদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। বুধবার দুপুরে নড়াইল পুলিশ লাইন মিলনায়তনে এই আলোচনা সভা ও খাবার পরিবেশন করা হয়।

নড়াইলের পুৃলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে একশ’ হতদরিদ্র শিশুকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এতে করে দরিদ্র শিশুরা উন্নতমানের খাবার পেয়ে তারা খুশী হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম(বার), সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন