Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লাখো মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ

নড়াইল প্রতিনিধি

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এ শ্লোগানকে ধারণ করে লাখো মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করলো একুশের আলো সংগঠন নড়াইল। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সূর্যাস্তের সাথে সাথে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ কুড়িরডোপ মাঠে জ্বলে ওঠে এক লাখ মোমবাতি। মোমবাতি দিয়ে স্মৃতিসৌধ, শহীদ মিনার, বর্ণমালা ও বিভিন্ন আল্পনা সাজানো হয় ৪ একরের এই মাঠটি।

ভাষা শহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চসহ শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে প্রতি বছর ভাষা শহীদদের স্মরণ করা হয়। এবছর ভাষা আন্দোলনের ৬৯ তম বছরে ওড়ানো হয় ৬৯ টি ফানুস। সন্ধ্যার সঙ্গে সঙ্গে তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবী এক লাখ মোমবাতি প্রজ্জ্বলনের কাজ করেন।

আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, এসময় পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, একুশের আলো সংগঠনের আহবায়ক প্রফেসর মুন্সী মোঃ হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যকার কচি খন্দকারসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এক ঘন্টাব্যাপি আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের শিল্পীরা শহীদ স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য এই আয়োজন দেখতে জেলা ও দূর-দুরান্ত থেকে কয়েক হাজার দর্শক ভিড় করে।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন