Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
পৌরসভা নির্বাচন

নড়াইলে বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন, কালিয়ায় ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

তৃতীয়ধাপে অনুষ্ঠিত নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রাথী সরদার আলমগীর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার(২৫ জানুয়ারী) দুপুরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ- কমিটির সদস্য সৌমেন চন্দ্র বোস, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলালীগের নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাধন প্রমুখ।

এসময় সরদার আলমগীর হোসেন (আলম) সংবাদ সম্মেলনে বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন করছি। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
এছাড়া নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রাথী বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তাঁর নির্বাচনকে বানচাল করতে প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী নিজেদের অফিস পুড়িয়ে তার নেতাকর্মীদের হয়রানী ও মামলায় জড়ানোর চেষ্টা করছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্ণিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন