Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে প্রায় ১৯ লক্ষ টাকার মাদক ধ্বংস

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আনুমানিক ১৯ লাখ টাকার মাদক ধ্বংস করেছে জেলা পুলিশ বিভাগ। রবিবার(২৪ জানুয়ারী) বিকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে এই মাদক ধ্বংস করা হয়। বিভিন্ন সময়ে জেলা পুলিশের ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে এই সব মাদক উদ্ধার হয়।

এসময় ১১শ বোতল ফেনসিডিল, দুইকেজি গাজা, ৩০ বোতল মদ, ২৬৬ পিচ ইয়াবা ধ্বংস করা হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাথসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম বলেন, মুজিব বর্ষে নড়াইল জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা পালন করছি। নড়াইল জেলাকে মাদকমুক্ত জেলা হিসাবে ঘোষনা করতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় আদালতের অনুমতিক্রমে একটা ধ্বংস অভিযান করলাম। এসময় ১১শ বোতল ফেনসিডিল, দুইকেজি গাজা, ৩০ বোতল মদ, ২৬৬ পিচ ইয়াবা ধ্বংস করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন