Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে চিত্রনায়িকা শাহানূরের শীতবস্ত্র বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শীতবস্ত্র বিতরণ করেছেন নড়াইলের সন্তান চিত্র নায়িকা শাহানূর। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলীর কন্যা চিত্রনায়িকা শাহানূর।

পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফ্ফর আলীর ৭ম মৃত্যু বাষিকী (০৫ জানুয়ারী) উপলক্ষে সদরের তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দা মোঃ মহসীন, আশার আলো কলেজের অধ্যক্ষ মোঃ রওশন আলীসহ তুলারামপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আশার আলো কলেজের শিক্ষক-কর্মচারি ও এলাকার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

চিত্রনায়িকা সৈয়দা কামরুনাহার শাহানূর বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফ্ফর আলী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। গত ৫ জানুয়ারী তার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ছাড়াও হত দরিদ্র শীতার্তদের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন