Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিএনসিসির বিভিন্ন কর্মসূচি

নড়াইল প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের আয়োজনে সপ্তাহব্যাপি স্বেচ্ছাসেবা ক্যাম্পিংয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নড়াইল শহরের বঙ্গবন্ধু মঞ্চে বেলুন উড়িয়ে কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

এসময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীন এর সভাপতিত্বে ২৩ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট এম আব্দুর রহিম, ২৩ বিএনসিসি ব্যাটালিয়ান এ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লিডার জহির আহম্মাদসহ (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এই উপলক্ষে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা সচেতনতায় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এসে শেষ হয়।

এছাড়া মাস্ক বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ সপ্তাহব্যাপী স্বেচ্ছাসেবা বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময় বিভিন্ন বয়সীদের মাঝে ৫০০ মাস্ক ও দরিদ্র শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন