Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা হয় পরে নড়াইল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের গণকবর, পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভুমি ও স্বাধীনতা স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আ’লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা আ’লীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, ওয়াকার্স পার্টি, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা কারাগার, পাসপোর্ট অফিস, সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। কোভিড-১৯ করোনা সতর্কতায় মহান বিজয় দিবস উদযাপন সীমিত আকারে পালিত হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন