Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলার নির্বাচিত পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনজুমান আরা জয়িতাদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পর্যায়ে সংবর্ধিত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কোহিনুর আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নূপুর চক্রবর্তী, সফল জননী নারী যমুনা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় শিক্ষক লাভলী ইয়াসমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, লোহাগড়া উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মৌসুমী মজুমদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন