Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পলাতক দন্ডপ্রাপ্ত আসামী আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামী আটক হয়েছে। শুক্রবার (৪ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার বড়নাল বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত জাকির হোসেন জেলার কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮জুন বেনাপোল ভবেরবেড় এলাকায় হেরোইনসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় কিছু দিন কারা ভোগের পর জাকির জামিনে মুক্ত হয়ে আর হাজির হয়নি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঐ মামলায় যশোর তৃতীয় জেলা ও দায়রা জজ আদালত একমাত্র আসামী জাকিরের অনুপস্থতিতে চলতি বছরের ১২ মার্চ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা পেয়ে ডিবি নড়াইল ইউনিটের এ এস আই মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে শুক্রবার জাকিরকে ডিবি’র একটি দল আটক করতে সক্ষম হয়। তাকে যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন