Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

নড়াইল প্রতিনিধি

‌’গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে করোনা সতর্কতা মেনে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস যশোর এর সিনিয়র তথ্য কর্মকর্তা এ এস এম কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে যুক্ত হন গণসংযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দিন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসাম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, আন্তজার্তিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত তরুন উদ্যোক্তা সাদাত রহমান সাকিব, পার্ব্বতী বিদ্যাপীঠের সভাপতি ইঞ্জিঃ শৈলেন্দ্র নাথ সাহা, জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, পার্ব্বতী বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদসহ শতাধিক মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নারীরাই পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তাঁদের কাছে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বা সরকারের যে কোন উন্নয়ন বিষয় অবহিত করলে তা দ্রুত সবার মাঝে বিস্তার লাভ করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সাফল্য সারা বিশ্বের কাছে এখন রোল মডেল। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও বিগত ১০ বছরে জাতীয় ও আন্তজার্তিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহসহ সমাবেশে বিস্তারিত আলোচনা করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন