Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা কারাগারের মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস মারা গেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নড়াইল সদর হাসপাতালে বুকের ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল কারাগারের জেলার মাহাবুব কবির জানান, কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস গত ১৪ আগষ্ট ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, ৬২ বছর বয়সী কয়েদ ফরিদ বিশ্বাসের মৃতদেহের ময়নাতদনন্ত শেষে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন