Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নড়াইল প্রতিনিধি

নড়াইলে দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সততা সংঘের ৬ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে প্রোমোট করার জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা অফিসারের সভাকক্ষে জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে এর আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর কার্যালয়ের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল জেলার ৬টি মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৩৬ হাজার (নগদ) টাকা প্রদান করেন। প্রতিটি উপজেলার ২ টি করে শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী এই অনুদান প্রাপ্ত হয়েছে।

এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রমোট করার জন্য দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৯-২০ অর্থবছর থেকে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীকে প্রতিমাসে এক হাজার করে বৃত্তি প্রদান করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন