Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

অটোভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর সুমনকে হত্যা, যুবক গ্রেফতার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে অটোভ্যান চালক কিশোর সুমন মোল্যা (১৫) হত্যা মামলার অন্যতম আসামী শাহাদাৎ হোসেন (১৯)কে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই উপ-পরিদর্শক (এসআই) রতন জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে শাহাদাৎকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, আখের ব্যবসায় ক্ষতির কারণে তিনি পরিকল্পনা করে সুমনের অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করেন।

পিবিআই ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট সকালেই সুমন অটোভ্যান নিয়ে বের হয়, এরপর আর বাড়ি ফেরেনি। ২২ আগস্ট তার অটোভ্যান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার থেকে উদ্ধার করা হয়। ২৪ আগস্ট কামঠানা এলাকায় ওয়াপদা খালের পানিতে অর্ধগলিত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

পিবিআই এসআই রতন জানান, শাহাদাৎ জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন আদালতে দাখিল করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন