Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইল কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমায়ুন গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়।

তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন