Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় ট্রাক চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাক চাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।সোমবার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা বেগম উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২ টার দিকে ফাতেমা বেগম নামে ওই নারী কালনা-যশোর মহাসড়কের চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কালনা থেকে লোহাগড়া গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ হেফাজতে নেয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন