Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।

এ উপলক্ষে বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার শপথ পাঠ, আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পুরস্কার প্রদান, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬টি গাছের চারা রোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরুন্নবী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, উদ্যোক্তা আনজুমান শায়লা মিম, শারমিন আরা প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন