নড়াইলে মাসুম হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার ৩নং শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের যুবক সৈয়দ মোক্তাসিন বিল্লাহ (মাসুম) হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১ টায় নড়াইল আদালত চত্বরে মাকড়াইল গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি।
তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে মাকড়াইল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন