Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

রাতে কেরাম খেলে বাড়ি ফেরেননি সোয়েবুর, পুকুরে মিললো মরদেহ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় সোয়েবুর খান (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) বেলা ১ টার দিকে পৌরসভা এলাকার মাইটকুমড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সোয়েবুর খান পৌরসভার মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌরসভা গেট এলাকায় মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর। এদিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করতে থাকেন। তবে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরেরদিন শুক্রবার বেলা ১ টার দিকে লোহাগড়া পৌরসভা এলাকার মাইটকুমড়া গ্রামের একটি পুকুরের সোয়েবুর এর মরদেহ ভাসতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমিও এখন যাচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন