‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, সামাজিক বনায়ন জোনের বিভাগীয় বন কর্মকর্তা খোন্দকার মো. গিয়াস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জসীম উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদিউজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম,জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু এবং জেলা এনসিপির যুগ্ম প্রধান সমন্বয়ক শরিফুল ইসলামসহ আরো অনেকে ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে নিজ উদ্যোগেও গাছ লাগাতে হবে।”
মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। জেলার স্বনামধন্য নার্সারি ও কৃষি সংগঠনগুলো এতে অংশগ্রহণ করছে।
আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা ঘিরে শহরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
খুলনা গেজেট/এসএস