নড়াইল পৌরসভার দুর্গাপুর মহিলা কলেজ পাড়ায় একই রাতে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ জুলাই) পাশাপাশি অবস্থিত জাগো নিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম ও পুলিশ সদস্য মো. রিহ্যাব শেখের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন রাত ১০টার দিকে নড়াইল সদর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সাংবাদিক মিনহাজুল ইসলামের বাড়িতে পরিবারের সদস্যরা না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চুরি করে প্রায় তিন হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার, বাল্ব, ছাতা ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী। এ ঘটনায় মিনহাজুল ইসলামের বাবা মাওলানা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
একই সময় পাশে অবস্থিত পুলিশ সদস্য রিহ্যাব শেখের নির্মাণাধীন বাড়িতেও চুরি হয়। চোরেরা বাড়িটি থেকে প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের পানির পাইপ, পিতলের পয়েন্ট এবং দুই হাজার টাকার রডসহ নির্মাণ সামগ্রী চুরি করে। এ ঘটনায় রিহ্যাব শেখের বাবা মো. হেদায়েত হোসেন ইকু থানায় লিখিত অভিযোগ করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় একটি সংঘবদ্ধ মাদকসেবী চক্র দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা নেশার টাকার জন্য বারবার এসব অপরাধ করে যাচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিক মিনহাজুল ইসলাম বলেন, আমাদের এলাকায় একটি চিহ্নিত মাদকসেবী চক্র নিয়মিত চুরি করে। তাদের বিরুদ্ধে একাধিকবার মামলা হলেও জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ করে। পুলিশ বা আদালতের মাধ্যমে কোনো সুরাহা হবে কিনা সন্দেহ। তাই জনগণকেই প্রতিরোধে নামতে হবে।
অপর ভুক্তভোগী মো. হেদায়েত হোসেন ইকু বলেন, আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি কারা এই চুরির সঙ্গে জড়িত। এলাকায় পরিচিত দুই-তিনজন চোর রয়েছে, তারাই এসব করছে। পুলিশ চাইলে সহজেই তাদের খুঁজে বের করতে পারবে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, দুটি চুরির ঘটনায় পৃথকভাবে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে-এটাই প্রত্যাশা এলাকাবাসীর।
খুলনা গেজেট/এনএম