Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিফাত শেখ পাংখারচর গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর স্বরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিফাত তার দাদাকে খাবার দিতে মাঠে যায়। কাজ শেষে বাড়ি ফেরার সময় পায়ের কাঁদা ধোয়ার জন্য সে পাশের একটি পুকুরঘাটে নামে। এ সময় পা পিছলে পড়ে যেতে গেলে সে মাথার ওপর দিয়ে যাওয়া একটি পল্লী বিদ্যুতের তার ধরে দাড়ানোর চেষ্টা করে। তখন সজোরে টান লাগায় বিদ্যুৎ সংযোগ ছিঁড়ে যায় এবং রিফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
শিশু রিফাতের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন