নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা একজন দরিদ্র মানুষ। জীবিকার জন্য তিনি ঘোড়ার গাড়ি চালান। শনিবার দুপুরে তিনি আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট বোঝাই করে ঘোড়ার গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন। তার ছোট ছেলে সাদমানও ঘোড়ার গাড়ির পাশে হেঁটে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায়। গাড়ির ভারী চাকা সাদমানের পেটের ওপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে পথেই শিশুটির মৃত্যু হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এই ঘটনায় শিশুটির পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেউ বিশ্বাস করতে পারছে না, বাবা হাফিজুরের ঘোড়ার গাড়িই কেড়ে নিল তার আদরের সন্তানের প্রাণ।
খুলনা গেজেট/এসএস