Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সর্বমঙ্গলা কালী মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে।  বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মন্দির প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন।
অনুষ্ঠানে পুজা-অর্চনা, স্তোত্রপাঠ, সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শতাধিক ভক্ত-অনুরাগী এ সময় উপস্থিত হয়ে দেবী কালী মাতার চরণে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন। মন্দির চত্বর ছিল পরিপূর্ণ এক আধ্যাত্মিক আবহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, বিশিষ্ট ব্যক্তিত্ব অসিম কাপুড়িয়া, মন্দির কমিটির সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, সদস্য উত্তম সাহাসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস বলেন,“দীর্ঘ ১৩৬ বছর ধরে সর্বমঙ্গলা কালী মন্দিরটি নড়াইলসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মানুষের নিকট আস্থা, বিশ্বাস ও ভক্তির প্রতীক হিসেবে সুপ্রতিষ্ঠিত। প্রতিবছর এই দিনে আমরা যথাযোগ্য মর্যাদায় মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকি।”
অনুষ্ঠান শেষে আগত সকল ভক্ত-অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সুশৃঙ্খলভাবে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বহু ভক্তের আগমন ঘটে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন