Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে স্কুল মাঠে সাত মাসের জলাবদ্ধতা, শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বছরের প্রায় সাত মাসই জলাবদ্ধতা লেগে থাকে। সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠ ও ভবনের বারান্দা পর্যন্ত পানি জমে শিক্ষার্থীদের যাতায়াত ও শ্রেণি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিদ্যালয়ের দুই ভবনের মধ্যে দূরত্ব প্রায় ১০০ মিটার। উত্তর পাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হয় এবং রয়েছে শিক্ষক মিলনায়তন ও অফিস কক্ষ। দক্ষিণ পাশে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ক্লাস হলেও জলাবদ্ধতার কারণে শিক্ষকরা সেখানে যেতে পারেন না, ফলে এক ভবনে গাদাগাদি করে ক্লাস নিতে হয় প্রায় সাড়ে চারশ’ শিক্ষার্থীকে।

চতুর্থ শ্রেণির ছাত্র এসকে সূর্য বিশ্বাস জানায়, “বৃষ্টির পর পানি জমে যায়, স্কুলে যেতে অনেক কষ্ট হয়। জুতা পরে আসতে পারি না, ড্রেস ভিজে যায়, অনেক সময় ড্রেনে পড়ে যাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের কুড়িগ্রাম এলাকার পানি এই স্কুল মাঠে এসে জমা হয়। চার বছর আগে একটি সরু ড্রেন তৈরি হলেও তা ময়লায় বন্ধ হয়ে থাকে। আগের মেয়র ড্রেন নির্মাণের চেষ্টা করলেও জায়গা না ছাড়ায় তা বাস্তবায়ন হয়নি।

প্রধান শিক্ষক নূর জাহান বলেন, “১৯৭৩ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকেই এ সমস্যা চলছে। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।

নড়াইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “বর্তমানে ড্রেন নির্মাণে বাজেট নেই। তবে ফ্রান্সের অর্থায়নে ‘সেভেন টাউন প্রজেক্ট’-এর আওতায় ২০২৬ সাল থেকে কাজ শুরু হলে ড্রেনেজ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন