Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় হঠাৎ মরিচের কেজি ২০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

লোহাগড়া প্রতিনিধি

টানা বৃষ্টিতে হঠাৎ করে লোহাগড়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। সেখানে খুচরা বাজারে প্রকারভেদে কেজি দরে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা।

শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার, লোহাগড়া বাজার, দিঘলিয়া বাজার, নলদী, মিঠাপুর বাজার, মানিকগঞ্জ, কালিগঞ্জ বাজারসহ অন্যান্য বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন বাজার সূত্রে জানা যায়, কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার ফসলি জমিতে পানি উঠে গেছে। এ কারণে অনেক সবজি বা মরিচের জমিতে পানি উঠে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাজারে মরিচের দাম বেড়েছে।

শুধু তাই নয়, আগামীতে দেশে বৃষ্টিপাতের পরিমান বাড়লে দেশের বাইরে থেকে মরিচ আমদানি না হলে মরিচের দাম আরো বেড়ে যেতে পারে বলে ক্রেতা-বিক্রেতা আশঙ্কা করছেন।

লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের খুচরা ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে ২০০ টাকা দরে কিনেছিলাম। সেগুলো এখন ২৪০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

এদিকে লোহাগড়া বাজারের পাইকারী ব্যবসায়ী ইবাদত শিকদার জানান, বৃষ্টির কারণে মরিচের দাম কয়েক গুন বেড়ে গেছে। আজকে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাইকারী মরিচ বিক্রি হয়েছে।

লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের সবজি ব্যবসায়ী আলামিন বলেন, বৃষ্টির কারণে বাজারে মরিচের আমদানি কম। আজকে পাইকারি বাজারের আড়ত থেকে ১৯০ থেকে ২০০ টাকা দরে কিনেছি। এখন সেটা খুচরা হিসেবে সকালের দিকে ২৪০ টাকা দরে বিক্রি করেছি।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ মরিচের দাম বেড়েছে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হয়ে যাবে আশা করছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন