Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে বস্তায় মূল্য না লেখায় রাইস মিলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নিয়ম বহির্ভূতভাবে চাউলের বস্তায় মূল্য না লেখায় নড়াইলে এক রাইস মিল মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) দুপুরে নড়াইল পৌরসভার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত মেসার্স অধিকারী রাইচ মিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী মিল গেট থেকেই চাউলের বস্তায় মূল্য তালিকা উল্লেখ করতে হবে। কিন্তু নড়াইলের বেশিরভাগ মিলই নিয়ম না মেনে দীর্ঘদিন ধরে নিজেদের মতো করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। আমরা বিগত কয়েক মাস ধরে বাজার পর্যবেক্ষণ করছি ও তাদের সতর্ক করছি। কিন্তু অনেক সময় অভিযানের সময় নানা অজুহাত দেখিয়ে তারা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সচেতন হওয়া জরুরি। পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও বিএসটিআই লোগো যাচাই না করে কেনাকাটা করা উচিত নয়। এই ধরনের অভিযান শুধু শাস্তির উদ্দেশ্যে নয়, বরং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে।” অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ স্থানীয় পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন