Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেলো মাদরাসা ছাত্রীর

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রিয়া খানম (১৩) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২ টায় লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।।

মৃত প্রিয়া ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রিয়া ও তার বন্ধুরা বাড়ি পাশে খেলাধুলা করছিলো। খেলাধুলা শেষে তারা বাড়ির পাশে থাকা একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় সাঁতার না জানার কারনে এক পর্যায় প্রিয়া পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে সাথে থাকা বন্ধুরা ও স্বজনরা তাকে পানিতে খুজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে প্রিয়ার নিস্তেজ দেহ খুঁজতে থাকা একজনের পায়ে বাধে। পরে তাকে পানি থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন