Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ‘তাজিয়া মিছিল’

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্বরণে নড়াইলে ‘তাজিয়া মিছিল।’ করেছে শিয়া সম্প্রদায়। এছাড়া কারবালা চত্বরে মাতম ও আলোচনা অনুষ্ঠিত হয়।রবিবার (৬) জুলাই বিকাল ৩ টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে ‘তাজিয়া মিছিল’টি বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নানা বয়সী মানুষ কালো পোশাক পরে কারবালা’র মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে, হায় হাসান, হায় হোসেন, মাতম ও বুক চাপড়ে মাতম করতে থাকে।
তাজিয়া মিছিল শেষে কাশিয়াড়া কারবালার মাঠে স্মরণ সভায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনাসহ আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মাওলানা ইয়ানূর হোসেন, সৈয়দ মাহবুব আলী জায়দী, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আজগর আলী প্রমুখ।
আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০তারিখকে বলা হয় ‘আশুরা’। হিজরি ৬১সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সঙ্গী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (আঃ)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (আঃ) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বক্তারা. ইয়াজিদ ও তার দোসরদের এহেন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানান।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন